শরত নিশীর এপিটাফ
আমার চোখে মন খারাপের অশ্রু আসুক
জানালা দিয়ে বৃষ্টির ঝিরিঝিরি জল আসুক!
তবুও বিচ্ছেদ বিরহ আর কখনো না আসুক,
রাতের বৃষ্টির সাথে তীব্র ঘৃণা না থাকুক
উপেক্ষিত প্রেমহীন প্রেম আমাকে নিত্য পুড়ায়
সে আগুনে দহনে হয়ে গেছি তপ্ত ভিসুভিয়াস!
এ আগুনে পোড়া ছাইকে আর কিভাবে পুড়াবে?
তারচেয়ে বরং করুণা করে হলেও প্রেম দাও
করুনা যদি নাই করো অবজ্ঞা করো না মোটেও।
বঞ্চনা ও অবহেলায় আমি ক্লান্ত ভীষণ!
শরতের এই রাতে জানালার গ্রিলের সাথে
বৃষ্টির অভিসার দেখে তোমাকে পেতে ইচ্ছে হয়।
বৃষ্টিসিক্ত এই শরীর একটা কাঁথাই তো চেয়েছে
তুমিহীন প্রেম একেবার মরে ঝরে গেছে!
যেন ঠিক শরতের শিউলির মতোই,
“শরত নিশির স্বপ্ন, প্রভাতের বিচ্ছেদ বেদনা!”
তোমার মনের আকাশে জমে থাকা সব মেঘ,
আমার মনের আকাশে তীব্র বৃষ্টি হয়ে নামুক!