সোশাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান, সাবেক সচিব, বাংলাদেশ ডায়াবেটিস সমিতির প্রকল্প সমন্বয়ক, খাঁন বাহাদুর আহছানউল্লা ইনস্টিটিউট এর সম্মানিত উপদেষ্টা ড. আব্দুল মজিদ সাহেবকে সাতক্ষীরা আহছানিয়া মিশনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানো হয়েছে। আজ শুক্রবার (০৪ অক্টোবর ‘২৪) বিকেলে সাতক্ষীরা সিটি হাসপাতালে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা আহছানিয়া মিশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, যুগ্ম সম্পাদক আলহাজ্জ ডা. এ এফ এম একরামুল হক, সহ-সম্পাদক জি এম মাহবুবর রহমান, নির্বাহী কমিটির সদস্য আলহাজ্জ আব্দুল খালেক, আলহাজ্জ ফজর আলী, মো. কুতুবউদ্দিন, আজহারুল ইসলাম পুটু, জুলফিকার হায়দার সাগর, ফখরুল আহছান প্রমূখ।