সাতক্ষীরায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১১২ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক চোরাকারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। সদর উপজেলার ভোমরা স্থলবন্দর সড়কের গাংনীয়া এলাকা থেকে আজ শুক্রবার (০৪ অক্টোবর ‘২৪) তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, কালিগঞ্জ উপজেলার জাফরপুর গ্রামের মৃত শহর আলী গাজীর ছেলে অজিহার রহমান গাজী ওরফে অভি (৪২) এবং সাতক্ষীরা সদর উপজেলার গাংনীয়া গ্রামের আজিজুল ইসলামের ছেলে সাইদুল্লাহ হোসেন কারিকর (২৮)।
ডিবি পুলিশ জানায়, ভোমরা সীমান্ত এলাকা থেকে চোরাই পথে ভারত থেকে মাদকের একটি চালান আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই শেখ আহম্মদ কবিরে নেতৃত্বে পুলিশের একটি টহল দল সদর উপজেলার ভোমরা স্থলবন্দর সড়কের গাংনীয়া এলাকায় অভিযান চালায়। এসময় সেখান থেকে ১১২ বোতল ফেন্সিডিলসহ উক্ত দুই মাদক চোরাকারবারীকে গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি তারেক ফয়সাল ইবনে আজিজ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।