সাতক্ষীরার দেবহাটায় স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের টিম এর নতুন সদস্যদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর’২৪) টাউনশ্রীপুর শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয় হলরুমে তাদেরকে বরণ করে নেয়া হয়।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের উপদেষ্টা ফিরোজ শাহের সভাপতিত্বে সাবেক সাধারণ সম্পাদক রিফাত হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের নির্বাহী প্রধান মনিরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনের উপ-পরিচালক দিলীপ দাস নীল, সাবেক সভাপতি এইচএস মনির হাসান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সাবেক সহ-সভাপতি নুসরাত জাহান, সুশীল সমাজের প্রতিনিধি আবুল কাশেম, আবু সাইদ, পারুলিয়া ইউনিয়ন টিম লিডার সালমান ফারসি, সখিপুর ইউনিয়ন টিম লিডার নুর হোসেন, নওয়াপাড়া ইউনিয়ন টিম লিডার আবুল হাসান, দেবহাটা ইউনিয়ন টিম লিডার সাবরিনা আক্তার সাথী।
উপস্থিত ছিলেন সংগঠনের উপ-পরিচালক মারুফ বিল্লাহ, সহকারী পরিচালক আল আমিন হোসেন, ইয়াছিন আলী, সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, কোষাধ্যক্ষ এস এম ইমরান হোসেন, সদস্য সচিব শুভংকর রায়, সহ-সম্পাদক মোস্তাকিম বিল্লাহ, দপ্তর সম্পাদক প্রসেনজিৎ সরকার, সহ- প্রচার সম্পাদক রানী ফারহানা, নারী বিষয়ক সম্পাদক মৌসুমী আক্তার সহ টিমের সকল সদস্য বৃন্দ।
উল্লেখ্য, দেবহাটার স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের টিম মানবিক পরিবারকে গতিশীল করার লক্ষে গত ২১ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত নতুন সদস্যের জন্য সদস্য ফরম প্রদান করা হয়। পরবর্তীতে আবেদনকারীদের যাচাই বাছাই শেষে চূড়ান্তদের বরণ করে নেয়া হয়।