বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কালেরকণ্ঠের সাংবাদিক টিপুকে অন্যায়ভাবে কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন সাতক্ষীরায় বসত ঘর থেকে পাওয়া গেল কালাচ সাপের দুইশত পিস বাচ্চাসহ শতাধিক ডিম সাতক্ষীরা ডিবি গার্লস স্কুলে নতুন ভবনের ছাদ ঢালাইয়ের কাজ উদ্বোধন সাংবাদিক এম কামরুজ্জামান অসুস্থ, সাতক্ষীরা প্রেসক্লাবের সুস্থতা কামনা আশাশুনিতে কলেজ ছাত্রী অপহরণ, দেড় মাসেও উদ্ধার হয়নি ভিকটিম গোপালগঞ্জে বিশ্ব অটিজম দিবস পালিত ওয়ার্কার্স পাটির জেলা সভাপতি অধ্যক্ষ মহিবুল্লাহ আর নেই তালায় কালের কণ্ঠ পত্রিকার প্রতিনিধি কে ১০ দিনের কারাদন্ড! জেলা জুড়ে তীব্র নিন্দা  শিক্ষার মান উন্নয়নে দরকার দুর্নীতিমুক্ত ও প্রভাবমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান-এইচ.এম রহমাতুল্লাহ পলাশ শ্যামনগরে আবারও পুকুর থেকে ৩৮ পিস দেশীয় অস্ত্র রামদা ও হাসুয়া উদ্ধার

শেখ সিদ্দিকুর রহমানের লেখা ‘সাতক্ষীরা জীবন ও ঐতিহ্য’ বইয়ের মোড়ক উন্মোচন

✍️আলতাফ হোসেন বাবু✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ১৩৪ বার পড়া হয়েছে

শেখ সিদ্দিকুর রহমান রচিত ‘সাতক্ষীরা: জীবন ও ঐতিহ্য’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। শেখ সিদ্দিকুর রহমান রচিত প্রথম গ্রন্থ “সাতাক্ষীরা: জীবন ও ঐতিহ্য” এর মোড়ক উন্মোচন উপলক্ষে বুধবার (২ অক্টোবর’২৪) সন্ধ্যা ৬.১৫ মিনিটে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির হলরুমে মোড়ক উন্মোচন ও আলোচনা সভার আয়োজন করা হয়।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা সিটি কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকার ও আলোচনা করেন ভাষা গবেষক কাজী মুহাম্মদ অলিউল্লাহ, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, বিশিষ্ট লেখক ও গবেষক ড. মিজানুর রহমান, কবি, লেখক কিশোরী মোহন সরকার, কবি, লেখক অধ্যাপক শুভ্র আহমেদ। লেখকের জীবনী পাঠ করেন পুষ্পিতা চক্রবর্তী অর্পা এবং গ্রন্থের বিষয় তুলে ধরেন ফারজানা ইমরোজ।

স্বাগত বক্তব্য রাখেন, উদীচী সাতক্ষীরা জেলা সংসদের সভাপতি ও দৈনিক সাতক্ষীরার সকালের সাহিত্য সম্পাদক শেখ সিদ্দিকুর রহমান। সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশানের সভাপতি সাংবাদিক ডা. মহিদার রহমান, বিশিষ্ট কবি ও গীতিকার মোকাম আলী খান, কণ্ঠশিল্পী আবু আফফান রোজবাবু, কণ্ঠশিল্পী চৈতালী মুখার্জি, কবি স ম তুহিন, উদীচী সাতক্ষীরার সাধারণ সম্পাদক সুরেশ পান্ডে প্রমুখ। অনুষ্ঠানে সাহিত্যিক শেখ মোশফিকুর রহমান মিল্টন, সাতক্ষীরা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক শিল্পী শহীদুল ইসলাম, কবি মনিরুজ্জামান মন্ময় মনির, কবি দিলরুবা রোজ, সাকিবুর রহমান বাবলা,কাজী মাসুদুল হক, ফারজানা মুক্তি রাহুল, কর্ণ বিশ্বাস,আজমিরা, সহ বিভিন্ন এলাকার সাহিত্যপ্রেমীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন কবি, আবৃত্তিকার তামান্না জাবরীন।

শেখ সিদ্দিকুর রহমান ১৯৫৮ সালের ৮ জুন মঙ্গলবার সাতক্ষীরা সদরের জোড়দিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। পিতাঃ শেখ শওকত আলী, মাতাঃ জোহরা খাতুন। স্ত্রী: শাহিনা রহমান, পুত্র: শেখ সাজেদুর রহমান, সুজন, কন্যা: নুসরাত জাহান দীপ্তি সরকারি কলেজ রোড (মুনজিতপুর, সাতক্ষীরা) নিজ বাড়িতে স্থায়ী নিবাস ১৯৭৭ খ্রি. তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা । ব্যাংকে চাকরি পাওয়ার পর নিয়মিত লেখালেখি করেন। বর্তমানে লেখক সাতক্ষীরা জেলা সংসদের উদীচী সভাপতি। ‘দুর্বার’, ‘ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে, ‘রোমন্থন’, ‘প্রতিভা’ (একক সম্পাদনা) ‘লড়াই’, ‘সুভাষিত সুভাষ’, ‘অনন্যা আনিস’, ‘দীপ্ত আলাউদ্দিন’ (যুগ্ম সম্পাদনা) ছাড়াও অনিয়মিত সাময়িকী, দৈনিক সাতক্ষীরা সকাল পত্রিকায় নিয়মিত সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭ পূর্বাহ্ণ
  • ১২:০১ অপরাহ্ণ
  • ১৬:৩০ অপরাহ্ণ
  • ১৮:২৬ অপরাহ্ণ
  • ১৯:৪৩ অপরাহ্ণ
  • ৫:৩৩ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!