আসন্ন দূর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনমনে আস্থা ও মনোবল বৃদ্ধি করতে সাতক্ষীরা সীমান্তে যে সব এলাকায় পুজামন্ডপ রয়েছে সে সব এলাকা গুলোতে বিজিবির টহল জোরদার করা হয়েছে। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়েনের অধিনায়ক লেঃ কর্ণেল আশরাফুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ বুধবার (০২ অক্টোবর ‘২৪) দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।
প্রেবিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেছেন, আগামী ৮ থেকে ১৩ অক্টোবর ২০২৪ পর্যন্ত সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গপুজা অনুষ্টিত হবে। উক্ত পূজা উপলক্ষে আজ বুধবার সকাল ৮ টা থেকে সীমান্ত এলাকার ৮ কিলোমিটারের মধ্যে যে সব পুজামন্ডপ রয়েছে সে সমস্ত এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে।
তিনি জানান, সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের আওতাধীন সীমান্ত এলাকায় সাতক্ষীরা সদর উপজেলায় ২০ টি ও কলারোয়া উপজেলায় ২০ টিসহ মোট ৪০ টি পুজামন্ডপ রয়েছে। এসব পুজামন্ডপ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনমনে আস্থা ও মনোবল বৃদ্ধি করতে বিজিবি টহলদলকে ২টি টাক্সফোর্সে বিভক্ত করে ২ প্লাটুন বিজিবি সদস্য দ্বারা ৪টি সেকশনে ভাগ করে টহল পরিচালনা কার্যক্রম চালু করা হয়েছে।
তিনি আরো জানান, বিজিবির রেকিদল পূজামন্ডপ সমূহে সিসি ক্যামেরা, জেনারেটর, পর্যাপ্ত সেচ্ছাসেবক রয়েছে কিনা এবং দূস্কুতিকারী কর্তৃক আক্রমনের সম্ভাবনা রয়েছে কিনা তা পর্যবেক্ষন করছেন। এছাড়াও বিজিবি ক্যাম্প হতে পূজামন্ডপ সমূহে ৩০ মিনিটের পৌঁছানোর বিষয়টি পর্যবেক্ষন করছে। যে সকল পূজামন্ডপে পৌছাতে ৩০ মিনিটের বেশী সময় প্রয়োজন হবে সে সকল পূজামন্ডপের নিকটবর্তী স্থানে বেইজ ক্যাম্প স্থাপন করা হবে। এছাড়া পূজামন্ডপ এলাকায় গোয়েন্দা তথ্য সংগ্রহসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সাথে যোগাযোগ, পূজা কমিটির সাথে যোগাযোগ করত টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে বলে প্রেসবিজ্ঞপ্তিতে আরো জানানো হয়।