দ্বিতীয় বিয়ে করায় স্বামীর উপর অভিমান করে দেড় বছরের মেয়েকে হত্যার পর নিজেও আত্মহত্যা করেছেন মনিরা খাতুন (২৫) নামে নয় মাসের অন্তঃস্বত্বা নারী। আজ মঙ্গলবার (০১ অক্টোবর ‘২৪) দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
মৃত মনিরা খাতুন সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা গ্রামের মনিরুজ্জামনের মেয়ে ও পার্শ্ববর্তী কুশখালী গ্রামের রাজুর স্ত্রী। পুলিশ মনিরা খাতুন ও তার দেড় বছরের কন্যা জান্নাতুলের মরদেহ উদ্ধার করেছে।
মৃত মনিরা খাতুনের স্বজনরা জানান, বর্তমানে মনিরা নয় মাসের অন্তঃস্বত্বা। কয়েকদিনের মধ্যেই তার সিজার করার কথা ছিল। অথচ কিছুদিন আগে মনিরার স্বামী রাজু দ্বিতীয় বিয়ে করে। এনিয়ে তাদের মধ্যে ঝগড়া চলছিল। এর আগেও সে বাবার বাড়ি এসে থেকেছে। সম্প্রতি দুদিন আগে সে বাবার বাড়ি আসে। এরই মধ্যে মঙ্গলবার সকালে সে গ্যাসট্যাবলেট খেয়ে আত্মহত্যা করে। এর আগে সে তার মেয়ে জান্নাতুলকেও একইভাবে গ্যাস ট্যাবলেট খাইয়ে হত্যা করে। সদর থানার উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন মঙ্গলবার দুপুরে মা ও মেয়ের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।