সাতক্ষীরা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে আজ মঙ্গলবার (১ অক্টোবর ‘২৪) সকালে বাংলাদেশ পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৪ এর কনস্টবল হতে নায়েক/এটিএসআই, নায়েক হতে এএসআই (সঃ) এবং এটিএসআই হতে টিএসআই পদে পদোন্নতির লক্ষ্যে পরীক্ষার্থীদের চাকরির খতিয়ান বই পর্যালোচনা, সাক্ষাৎকার গ্রহণ কার্যক্রম এবং প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উক্ত পরীক্ষার সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম।
এসময় পুলিশ সুপার মহোদয় বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৪ এ অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীদের চাকরির খতিয়ান বই পর্যালোচনা, সাক্ষাৎকার গ্রহণ কার্যক্রম এবং প্যারেড পরীক্ষার সন্তুষ্টি প্রকাশ করেন।
এসময় পরীক্ষা বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ আমিনুর রহমান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), সাতক্ষীরা, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মোঃ আসিফ ইকবাল, খুলনা, এস এম জাকির হোসেন,পুলিশ পরিদর্শক (স:), আর আই, পুলিশ লাইন্স, সাতক্ষীরা সহ জেলা পুলিশ হতে বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণ সকল পরীক্ষার্থীবৃন্দ।