অজ্ঞান পার্টির কবলে পড়ে একই পরিবারের চারজন মারাত্মক অসুস্থ হয়ে পড়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর ‘২৪) মাঝরাতে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার গোয়ালপোতা গ্রামে এ ঘটনা ঘটে। তাদেরকে আজ সোমবার (৩০ সেপ্টেম্বর ‘২৪) সকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অসুস্থরা হলেন, কালিগঞ্জ উপজেলার গোয়ালপোতা গ্রামের হেমনাথ ঘোষের ছেলে হিমাংশু কুমার ঘোষ (৭২), তার স্ত্রী দুর্গা রানী ঘোষ(৫৭) ভাই সুমন ঘোষ (৪২)এবং অষ্টম শ্রেণীর ছাত্রী নাতনি স্নিগ্ধারানী ওরফে স্নেহা ঘোষ।
কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষের ইপিআই কর্মী সুদীপ্ত ঘোষ জানান, পেটশাগত কারণে তিনি কালিগঞ্জ উপজেলা সদরে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। রবিবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে নিজ গ্রামের বাড়িতে দুষ্কৃতিকারীরা রান্নাঘরের জানালা দিয়ে চেতনানাশক মিশ্রিত স্প্রে ্র ছিটিয়ে দেয়। এতে খাদ্যে মিশ্রিত চেতনা নাশক খাবার খেয়ে সবাই রাতে ঘুমিয়ে পড়ে। সোমবার সকালে পার্শ্ববর্তী লোকজন ডাকা ডাকিতে না ওঠায় তাকে দেয়। তিনি বাড়িতে যেয়ে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে সবাইকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে অ্যাম্বুলেন্স যোগে বাবা, মা, কাকা, ভাগ্নিকে উদ্ধার করে ভোরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তবে তারা এখন আশঙ্কা মুক্ত।
এ ব্যাপারে কালিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন বিষয়টি তিনি শুনেছেন।