মুচলেকা নিয়ে নিকট আত্মীয়য়ের কাছে সুস্থ্য অবস্থায় হস্তান্তর করা হয়েছে সাতক্ষীরার ভোমরা থেকে আটক হওয়া আওয়ামী লীগ নেতা রাজ্বেশ্বর দাসকে।
আজ শনিবার (২৮ সেপ্টেম্বর’২৪) বিকাল ৪টার সময় তাকে মুচলেকা গ্রহণ করে তার নিকট আত্মীয়য়ের কাছে সুস্থ্য অবস্থায় হস্তান্তর করা হয়েছে বলে জানান সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক ও পরিচালক কর্নেল মোঃ আশরাফুল হক।
এরআগে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাস ভারতে পলায়নকালে বিজিবির হাতে আটক হয়েছিলেন। বিজিবি জানায়, শনিবার (২৮ সেপ্টেম্বর’২৫) সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে তিনি সপরিবারে আটক হন।
বিজিবির কোম্পানি কমান্ডার জানান, সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ ভোমরা আইসিপি দিয়ে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সদস্য রাজেশ্বর দাস পরিবারসহ ভারতে পলায়নকালে বিজিবি কর্তৃক আটক করা হয়। আটক রাজ্যেশ্বর দাস সাতক্ষীরার আশাশুনি উপজেলার সরাপপুর গ্রামের মৃত কার্তিক চন্দ্র দাসের ছেলে এবং বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখার কোষাধ্যক্ষ।
প্রাথমিক অনুসন্ধানে বিজিবি জানতে পারে, ২০০৮ সালে জাল টাকার একটি মামলা ছিল রাজ্বেশ্বর দাসের বিরুদ্ধে। এছাড়াও তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় চিংড়ি মাছের ঘের দখল/আধিপত্য বিস্তার ও দুর্নীতির অভিযোগ রয়েছে বলে জানায় বিজিবি।