সাতক্ষীরার তালা উপজেলায় অতিবৃষ্টির ফলে সৃষ্ট বন্যা ও জলাবদ্ধতার ক্ষয়ক্ষতির পরিস্থিতি নিয়ে যুব পানি কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আজ শনিবার (২৮ সেপ্টেম্বর’২৪) সকালে তালা উত্তরণ আইডিআরটিতে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম। এ সময় কেন্দ্রীয় পানি কমিটির নেতা অধ্যাপক হাসেম আলী ফকির, তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, উত্তরণের দিলীপ সানা, শেখ সেলিম আক্তর স্বপন, মুক্তিযোদ্ধা আঃ সালাম গণ-গ্রন্থাগারের সম্পাদক গাজী জাহিদুর রহমান, গণ-গ্রন্থাগারের মোঃ আফজাল হোসেন, যুব পানি কমিটির আহবায়ক মনিরা খাতুন, সদস্য সচীব হৃদয় হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।