সাতক্ষীরার শ্যামনগর উপজেলা যুব ফোরামের সংবেদনশীল ও অসাম্প্রদায়িক সমাজ গঠনে যুব নেতৃত্ব এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহার বিষয়ক তিনদিন ব্যাপী দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর ২০২৪) বিকালে সাতক্ষীরা জেলার তালা উপজেলার ত্রিশ মাইলে অবস্থিত অগ্রগতি রিসোর্ট প্রশিক্ষণ কেন্দ্রে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে আস্থা প্রকল্পের আওতায় শ্যামনগর উপজেলা যুব ফোরামের ৩ দিন ব্যাপি সংবেদনশীল ও অসাম্প্রদায়িক সমাজ গঠনে যুব নেতৃত্ব এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার বিষয়ক যুব ফোরামের দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণের সমাপনী হয়। প্রশিক্ষণে সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন প্রকল্পের জেলা সমন্বয়কারী মাসুদ রানা ও ফিল্ড অফিসার বিপুল রায়। প্রশিক্ষণে শ্যামনগর উপজেলার ১২টি ইউনিয়নের যুব ফোরাম সদস্যরা অংশগ্রহন করেন। এই প্রশিক্ষণের মাধ্যমে যুব ফোরামের যুবরা জীবনের নানা পরিস্থিতি মোকাবেলা, জীবন মান উন্নত করা, মানসিক শক্তি দৃঢ় করা, সমস্যার যথাযথ সমাধান খুঁজে পাওয়ার মাধ্যমে নেতৃত্বের বিকাশ ঘটাবে এবং সংবেদনশীল ও অসাম্প্রদায়িক সমাজ গঠনে ভূমিকা রাখবে। এবং প্রশিক্ষণ শেষে সকল যুবদের মধ্যে সনদ পত্র বিতরণ করা হয়।