মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জের পল্লীতে আদালতের আদেশ উপেক্ষা করে পাঁকাঘর নির্মানের অভিযোগ ফিংড়ীতে জমি বিরোধে ভাইবোনকে জীবননাশের হুমকি, থানায় জিডি সাতক্ষীরায় বঙ্গবন্ধুর ১০৫ তম জন্মবার্ষিকীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল জাতীয় নির্বাহী কাউন্সিলের সদস্য মনোনীত হলেন দরদির প্রতিষ্ঠাতা মামুন দেবহাটা প্রেসক্লাবে ইফতার ও দোয়া অনুষ্ঠান ইটাগাছায় রোজাদারদের সম্মানে ঠিকাদার আশরাফ আলীর উদ্যোগে ইফতার মাহফিল সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ্জলের চাচার মৃত্যু  সাতক্ষীরায় রাতের আঁধারে ব্যবসা আগুনে ভেসে গেল এক ব্যবসায়ির স্বপ্ন দেবহাটার খলিশাখালীর ১৩২০ বিঘা খাস জমি ভূমিহীনদের মাঝে বন্টন ও পুণর্বাসনের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার ঠিকাদার বিএম রাজ্জাকের কাছে পাওনা ৩৩ লাখ টাকা উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন

উপকূলের দু’শতাধিক শ্রমজীবী শিশু পেলো কারিগরি প্রশিক্ষণ

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরার উপকূলীয় এলাকার ঝুঁকিপূর্ণ শ্রমজীবী শিশুদের (১৪ থেকে ১৭ বছর) বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল ও সনদ অর্জনের সুযোগ করে দিয়েছে বে-সরকারী সংস্থা উত্তরণ।

যে সকল ছেলেমেয়েরা বিপদজনক শ্রম চিংড়ী, কাঁকড়া বা কখনো বিভিন্ন ধরণের মাছ ধরা ও ইটের ভাটায় কাজ করাসহ কঠোর পরিশ্রমের সাথে জড়িত হয়ে পড়েছে তারা এখন পড়াশুনার পাশাপাশি ইলেকট্রনিকস ও মোবাইলফোন সার্ভিসিং, ইলেকট্রিক হাউজ ওয়ারিং, ডিজেল পেট্রোল ইঞ্জিন ম্যাকানিক এবং সুইং মেশিন অপারেশন ও টেইলরিং বিষয়ে কারিগরি প্রশিক্ষণ গ্রহণ করছে। ইতিমেধ্য দু’শতাধিক শ্রমজীবী শিশু উক্ত কারিগরি প্রশিক্ষণ গ্রহণ করে বিভিন্ন আয়বর্ধনমূলক কাজ করছে। উপকূলীয় জেলা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চারটি ইউনিয়নের শিশুরা উত্তরণের বাস্তবায়নে এবং এডুকো বাংলাদেশ-এর অর্থায়নে এই প্রশিক্ষণের সুযোগ পায়।

উত্তরণের শিশুশ্রম নিরসন প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক নাজমা আক্তার বলেন, শ্যামনগরের মুন্সীগঞ্জ, কাশিমাড়ি, বুড়িগোয়ালিনী ও গাবুরা ইউনিয়নের চার গ্রামে ৪টি ব্রিজ স্কুল পরিচালনা করা হচ্ছে। এই ব্রিজ স্কুলগুলোতে ৩৫০জন শ্রমজীবী শিশুকে শিক্ষাদান কার্যক্রম চলমান রয়েছে। এই শিশুরা নিয়মিত ব্রিজস্কুলে এসে লেখাপড়া করছে এবং এরমধ্যে ১৪ থেকে ১৭ বছর বয়সী দু’শতাধিক ছেলে-মেয়ে মোবাইল ফোন সার্ভিসিং,ইলেকট্রিক হাউজওয়ারিং,ডিজেল পেট্রোল ইঞ্জিন ম্যাকানিক এবং ইন্ডাষ্ট্রিয়াল সুইংমেশিন অপারেশন ও টেইলরিং বিষয়ে কারিগরি প্রশিক্ষণ গ্রহণ করছে।

তিনি বলেন, শ্রমজীবী এসব ছেলে-মেয়েদের বিনা খরচে প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ ও চাকুরীর সুযোগ সৃষ্টি করে দেয়া হচ্ছে। বাংলাদেশে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম হ্রাস করা বিশেষ করে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে মৎস্যখাতে ঝুঁকিপূর্ণ শিশুশ্রমে নিযুক্ত শিশুদের সুরক্ষা দেয়া এই প্রকল্পের মূল উদ্দেশ্য বলে জানান তিনি।

প্রশিক্ষণার্থীদের মধ্যে কাশিমাড়ী গ্রামের হুচাইন আলী জানায়, সে ইলেকট্রিক হাউজওয়ারিং প্রশিক্ষণ গ্রহণ করে। প্রশিক্ষণ চলাকালীন অবসর সময়ে প্রশিক্ষণের অর্জিত জ্ঞান প্রয়োগের মাধ্যমে সে আয় করা শুরু করে। বর্তমানে সে নিয়মিত কাজ করে মাসে প্রায় ২০০০ থেকে ২৫০০ টাকা আয় করছে।
সে আরও জানায়, তার মতো এলাকার আরও ৬ জন ইলেকট্রিক হাউজওয়ারিং এবং ৫ জন সেলাই মেশিন ক্রয় করে টেইলরিংয়ের কাজ করছে।

এই প্রকল্পের আওতায় ইলেকট্রনিকস ও মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণপ্রাপ্ত নাইম হোসেন,মুজাহিদুল ইসলাম ও গোপাল মন্ডল,ইলেকট্রিক হাউজওয়ারিং প্রশিক্ষণপ্রাপ্ত ফয়সাল হোসেন,আরাফাত হোসেন ও আব্দুল কাইয়ুম, সুইংমেশিন ও টেইলরিং প্রশিক্ষণার্থী সামিয়ারা ইয়াসমিন,আফরোজা ইয়াসমিন, রাকিবা ও আছিয়া পারভীন জানান, তারা এলাকায় মাছ ও কাঁকড়াধরাসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ পেশায় নিয়োজিত ছিল। উত্তরণের এডুকো প্রকল্প তাদেরকে লেখাপড়ার সুযোগ করে দেয়ার পাশাপাশি বিনা খরচে প্রশিক্ষণ ও চাকুরীর সুযোগ সৃষ্টি করে দেয়। চাকুরী না হলেও প্রশিক্ষণ শেষে নিজেদের কর্মসংস্থানের সুযোগ নিজেরাই করতে পেরেছে বলে জানান তারা।

প্রশিক্ষকরা বলেন, এখান থেকে প্রশিক্ষণ ও সনদ নিয়ে কেউ বেকার থাকবে না। এ সনদটি একজন কর্মীকে আরও আত্মবিশ্বাসী করে গড়ে তুলবে। সনদধারীরা এ সনদ দেখিয়ে দেশ-বিদেশে খুব সহজেই ভালো চাকুরী করতে পারবেন। এছাড়া এ প্রশিক্ষণ নিয়ে নিজে উদ্যোগী হয়েও বিভিন্ন ব্যবসাসহ আত্মকর্তসংস্থানমূলক কাজ করতে সক্ষম হবে।
শ্যামনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ এনামুল হক জানান, মূলত ঝুঁকিপূর্ণ শিশুশ্রমে নিয়োজিত স্কুলবহির্ভূত শিশুদের শিক্ষার মূলস্রোতে আনার জন্যই এ ব্যবস্থা। এটি দুর্গম ও পিছিয়েপড়া উপকূলীয় এলাকায় অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে। বিশেষ করে ইলেকট্রনিকস ও মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ একটি সময়োপযোগী পদক্ষেপ বলে মনে করেন তিনি।

শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার ডা. সঞ্জীব দাশ বলেন, শিশুশ্রম নিরসনে এসকল কার্যক্রমে এলাকার শ্রমজীবী ছেলে-মেয়েরা উপকৃত হচ্ছে। বিশেষ করে ইলেকট্রনিকস ও মোবাইল সার্ভিসিং এবং সুইং মেশিন ও টেইলরিং প্রশিক্ষণ এলাকার শ্রমজীবী ছেলে-মেয়েদের কর্মস্থানের সুযোগ সৃষ্টি করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৬ পূর্বাহ্ণ
  • ১২:১১ অপরাহ্ণ
  • ১৬:২৬ অপরাহ্ণ
  • ১৮:১১ অপরাহ্ণ
  • ১৯:২৪ অপরাহ্ণ
  • ৬:০৭ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!