সাতক্ষীরার কালিগঞ্জে এসডিআরআর প্রকল্প ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে স্থানীয় সংস্থাগুলোর এরিয়া বেইজড কো- অর্ডিনেশন মডেলের নেতৃত্ব ও শক্তিশালীকরণে সহায়তা প্রদানের জন্য উপজেলা পর্যায়ে সমন্বয় ও সম্প্রচার সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৫ সেপ্টেম্বর’২৪) সকাল ১০ টায় উপজেলা অফিসার্স ক্লাবে সমন্বয় সভায় প্রজেক্ট অফিসার দিপংকর সাহার সভাপতিত্বে ও বিপ্লব তপাদার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নিবার্হী কর্মকর্তা (ভাপ্রাপ্ত) অমিত কুমার বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খাঁন। এসময় উপজেলা কর্মকর্তা, সি.পি.পি ইউনিয়ন লিডার, এনজিও কর্মকর্তা, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, ও যুব ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।