সাতক্ষীরার দেবহাটায় এনাফ ক্যাম্পেন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর’২৪) ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর অর্থায়নে, দেবহাটা এরিয়া প্রোগ্রাম ও সুশীলনের আয়োজনে দেবহাটা মডেল মসজিদের সভা কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে সুশীলনের ম্যানেজার মামুন হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সেলিম। দেবহাটা এপি’র সিডিও মিজানুর রহমানের পরিচালনায় বক্তব্য দেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, বিভিন্ন গ্রæপের নেতৃবৃন্দরা। এসময় ০-১৮ বছর বয়সী শিশুদের পুষ্টি নিশ্চিত করতে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া শিশুদের পুষ্টিকর খাবার খাওয়াতে অংশগ্রহণকারীদের সচেতন করা হয়। সেই সাথে শিশুদের শারীরিক ও মানসিক ভাবে বেড়ে উঠতে বাল্যবিবাহ বন্ধ করতে সবাইকে এক সাথে কাজ করার অনুরোধ জানানো হয়। আগামী অর্থবছর ২৫ সালে এই ইনাফ ক্যাম্পেনটি সারা বছরব্যাপী পরিচালিত হবে।