পরিমাপে তেল কম দেওয়ার অভিযোগে শ্যামনগর ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর ‘২৪) সকাল ১১টায় অভিযান চালিয়ে শ্যামনগর ফিলিং স্টেশনকে এ জরিমানা করা হয়।
ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হাসান বলেন, শ্যামনগর ফিলিং স্টেশনে অভিযান পরিচালনাকালে প্রতি ৫ লিটার ডিজেলে ৪০ মিলিলিটার, প্রতি ৫ লিটার পেট্রোল ও অকটেনে ২০০ মিলিলিটার তেল কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়। এজন্য পাম্প মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে পরবর্তীতে মাপে কম দেওয়া থেকে বিরত থাকতে ও মূল্য তালিকা প্রদর্শন, ধার্যকৃত মূল্যের অধিক দামে তেল বিক্রি না করা, ভেজাল ও নকল তেল বিক্রি না করার জন্য প্রতিষ্ঠানটিকে সতর্ক করে দেয়া হয়।