সাতক্ষীরায় বিজিবির পৃথক অভিযানে ১৯৯ বোতল ফেন্সিডিল ও অবৈধ পারাপারের সময় তিনজনকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর’২৪) ভোরে চান্দুড়িয়া বিওপি এবং বৈকারি বিওপি এলাকায় এই অভিযান চালানো হয়।
আটককৃতরা হলো আশাশুনি উপজেলার উৎসব নারায়ন বাহার(২৮), শুভ বাহার(২৪), উত্তম মন্ডল(২০)। বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো: আশরাফুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
বিজিবি অধিনায়ক জানান, ভারত থেকে চোরাকারবারিরা ফেন্সিডিল আনছে এমন গোপন সংবাদের ভিত্তিতে চান্দুড়িয়া বিওপির সীমানা পিলার ১৭/৭ এস এর ১০ আর/বি হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালানো হয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা বস্তাভর্তি ১৯৯ বোতল ফেন্সিডিল ফেলে পালিয়ে যায়।
এছাড়া অপর এক অভিযানে বৈকারি বিওপির সীমানা পিলার ৭/৬৩ এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তিন ব্যক্তিকে অবৈধভাবে ভারতে যাবার সময় আটক করা হয়।
বিজিবি অধিনায়ক আরও জানান, জব্দকৃত মাদক ব্যাটালিয়ন সিজার স্টোরে রাখা হয়েছে। এছাড়া আটক তিন ব্যক্তিকে সদর থানায় সোপর্দ করা হয়েছে।