ডিআইজি খুলনা রেঞ্জের সম্মেলন কক্ষে আজ রবিবার (২২ সেপ্টেম্বর ‘২৪) শারদীয় দুর্গাপূজা ২০২৪ উপলক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা জেলা শাখার সহ-সভাপতি অধ্যাপক অজিত কুমার বিশ্বাস, সেক্রেটারি বিমান সাহা, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট এর খুলনা মহানগরীর আহবায়ক নিত্যানন্দ মন্ডল, যুগ্ম আহবায়ক সুজনা জলি, খুলনা জেলার যুগ্ম আহবায়ক পরিতোষ কুমার বালা সহ খুলনা রেঞ্জের সকল জেলার পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যান ফ্রন্ট এর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বিরাজমান আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে সন্তোষ জ্ঞাপন করেন এবং একটি উৎসব মুখর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন।
ডিআইজি তার বক্তব্যে বলেন যে, খুলনা রেঞ্জের সকল পূজামন্ডপ ই সমানভাবে গুরুত্বপূর্ণ। কিন্তু জনবল সল্পতার কারনে এতগুলো পূজামণ্ডপে শুধু পুলিশ দিয়ে নিরাপত্তা প্রদান করা সম্ভব না। তাই অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী নতুন প্রজন্মের যুব সমাজকে স্বেচ্ছাসেবক হিসেবে এখানে কাজ করতে হবে। গুরুত্বপূর্ণ মন্দিরগুলোতে অতিরিক্ত নজরদারী করতে হবে। তিনি আরো বলেন যে, শুধুমাত্র ভয়ের কারনে একটি পূজামন্ডপও যেন বন্ধ না থাকে।
সভায় আরও উপস্থিত ছিলেন মো: নিজামুল হক মোল্যা, অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স), জয়দেব চৌধুরী, বিপিএম-সেবা, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), মো: হাসানুজ্জামান, বিপিএম, পিপিএম, অতিরিক্ত ডিআইজি ( অপারেশন), খুলনা রেঞ্জ এবং খুলনা রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।