সাতক্ষীরার তালায় দরিদ্র ১১৫ জন শিক্ষার্থীর মাঝে খাতা কলম ও নগদ অর্থ বিতরণ করা হয়।
আজ রবিবার (২২ সেপ্টেম্বর’২৪) বিকালে ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের বাস্তবায়নে এবং ইন্টারঅ্যাক্ট এর অর্থায়নে, ফ্যামিলি ডেভেলপমেন্ট ফর চিল্ড্রেন উইথ স্পন্সার শীপ প্রোগ্রামের আওতায় তালা উপজেলার মহেন্দী এজি চার্চ হলরুমে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাস। ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের প্রোগ্রাম অফিসার রনজিত দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাস্টর অনাদি বিশ্বাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের প্রোগ্রাম অফিসার বিউটি বিশ্বাস।