সাতক্ষীরার পাটকেলঘাটা থানা আজ রবিবার (২২ সেপ্টেম্বর ‘২৪) আকস্মিক পরিদর্শন করেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।
পুলিশ সুপার অত্র থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। পুলিশের প্রতিটি সদস্যদের উপর অর্পিত দায়িত্ব কর্তব্য যথাযথভাবে পালন এবং জনগণের সেবক হওয়ার প্রত্যয় নিয়ে জনবান্ধন পুলিশিং, আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে সকল পুলিশ সদস্যকে সম্পৃক্ত থাকার জন্য নির্দেশনা প্রদান করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজিব খান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ আমিনুর রহমান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মোঃ হাসানুর রহমান, মোঃ হাফিজুর রহমান,অফিসার ইনচার্জ, পাটকেলঘাটা থানাসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যগণ।