সাতক্ষীরা পৌরসভার ৫নং ওয়ার্ডের চালতেতলা বাগানবাড়ি এলাকায় আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার (২২ সেপ্টেম্বর’২৪) সকালে অতিথি হিসেবে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আনোয়ার হোসেন মিলন।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার উপসহকারি প্রকৌশলী মোহাব্বাত হোসাইন, পৌরসভার কার্যসহকারী আব্দুল মোতালেব, জাহিদ হাসান, নির্মাণ কাজের ঠিকাদার আকরাম হোসেন খান বাপ্পী, মো. রবিউল ইসলাম, মো. আমিরুল ইসলাম, মো. মুসা সরদার, মো. রুস্তম আলী, মো. কবির হোসেন, মো. নজরুল ইসলাম, সাব কন্ট্রাক্টর জালাল সরদারসহ এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, সাতক্ষীরা পৌরসভার ৫নং ওয়ার্ডের চালতেতলা বাগানবাড়ি এলাকায় পৌর কাউন্সিলর শেখ আনোয়ার হোসেনের মিলনের বাড়ির সামনে হতে বায়তুন নূর জামে মসজিদ সংলগ্ন নজরুল ইসলামের বাড়ি পর্যন্ত ৫০ মিটার আরসিসি ৬ইঞ্চি ঢালাই রাস্তাটি পৌরসভার নিজস্ব অর্থায়নে নির্মাণ করা হচ্ছে।
দীর্ঘ দিনের প্রত্যাশিত রাস্তাটির নির্মান কাজ শুরু হওয়ায় এলাকাবাসী পৌর কাউন্সিলর শেখ আনোয়ার হোসেন মিলনসহ সাতক্ষীরা পৌর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী।