“Fight For A Fossil-Free Future” বা “জীবাশ্ম জ্বালানি মুক্ত ভবিষ্যতের জন্য লড়াই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ শনিবার (২১ সেপ্টেম্বর ‘২৪) সকালে সাতক্ষীরা শ্যামনগরের খোল পেটুয়া নদীর পাড়ে নীল ডুমুর টুরিস্ট ঘাটে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স-এর আয়োজনে গ্লোবাল ডে অফ ক্লাইমেট অ্যাকশন ২০২৪ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও মানববন্ধনের আয়োজন করা হয়।
মানুষের জন্য ফাউন্ডেশন ও সুইডেন দূতাবাসের আর্থিক সহযোগিতায় পরিচালিত কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচির আওতায় এই আয়োজন অনুষ্ঠিত হয়। গাবুরা ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের কিশোর-কিশোরী ও যুব দলের সদস্যরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
র্যালিটি ৭১ নং নীল ডুমুর ফরেস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নীল ডুমুর ফরেস্ট ঘাটে শেষ হয়। অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তন এবং জীবাশ্ম জ্বালানির ব্যবহারের ক্ষতিকর প্রভাব নিয়ে বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে মানববন্ধন করেন।
অনুষ্ঠানে উপস্থিত কিশোর-কিশোরী ও যুবরা বাংলাদেশের পক্ষে গ্লোবাল ডে অফ ক্লাইমেট অ্যাকশন উদযাপনকালে তাদের দাবিসমূহ তুলে ধরেন। উল্লেখযোগ্য দাবিগুলোর মধ্যে ছিল গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানো, নবায়নযোগ্য জ্বালানির গ্রহণযোগ্যতা বৃদ্ধি, জ্বালানি নীতিতে নারীদের অংশগ্রহণ সুদৃঢ় করা, এবং ন্যায্যতার ভিত্তিতে জলবায়ু তহবিলের বৃদ্ধি ও ভুক্তভোগী দেশগুলোর অভিগম্যতা সহজ করা।
মানববন্ধনে অংশগ্রহনকারীদের পক্ষ হতে কিশোরী সাদিয়া আশফিয়া শেফা (গাবুরা) ও কিশোর মোঃ ইস্রাফিল হোসেন (বুড়িগোয়ালিনী) জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ক্ষতিকর বৈশ্বিক ও উপক‚লীয় নেতিবাচক প্রভাব, করণীয় ও কিশোর ও যুব সমাজের ভ‚মিকা লিখিতকারে তুলে ধরেন এবং পাঠ করেন।
মানববন্ধন শেষে নীল ডুমুর খেয়াঘাটে কুলপেটুয়া নদীর মধ্যে নৌকায় দাঁড়িয়ে অংশগ্রহণকারীরা তাদের দাবিসমূহ আবারও পুনর্ব্যক্ত করেন।
এ ধরনের কর্মসূচির মাধ্যমে জীবাশ্ম জ্বালানি মুক্ত ভবিষ্যতের জন্য দেশের কিশোর, কিশোরী ও যুব সমাজের প্রত্যয় এবং সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। জলবায়ু সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং পরিবেশবান্ধব নীতিমালা গ্রহণে তাদের সক্রিয় অংশগ্রহণ দেশের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।