সাতক্ষীরার শ্যামনগর উপজেলার জয়নগর ইসলামী সমাজ কল্যাণ সংস্থার কমিটি গঠিত হয়েছে। আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর-২০২৪) সন্ধায় আনুষ্ঠানিক ভাবে জয়নগর সমাজ কল্যাণ সংস্থায় সাইফুল ইসলাম ঢালী কে সভাপতি ও শহিদুল্লাহ শেখ কে সাধারন সম্পাদক করে ৯৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এসময় জয়নগর বাজার কমিটির সভাপতি ও এফডিএস চেয়ারম্যান মোঃ মাসুম বিল্লাহ সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- কাশিমাড়ী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ও ইউপি সদস্য আনোয়ার হোসেন ঢালী। এসময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিতি ছিলেন- জয়নগর ত্রি-মোহনা জামে মসজিদের সভাপতি আব্দুল ওয়াজেদ, সমাজ সেবক কামরুল ইসলাম ঢালী, কালিগঞ্জ মালিক সমিতির আঞ্চলিক কর্মকর্তা আকবার সরদার, বিশিষ্ট ব্যবসায়ী গফুর গাজী, আবু হেনা মিন্টু, শফিকুল ইসলাম খোকন, ব্যবসায়ী রেজাউল ইসলাম প্রমূখসহ কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।