‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’ এই শ্লোগান সামনে রেখে আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর’২৪) বিকালে সাতক্ষীরার তালা আঃ সালাম গণগ্রন্থাগারে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা শাখা সুজনের সভাপতি গাজী জাহিদুর রহমান। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুজনের খুলনা বিভাগীয় আঞ্চলিক সমন্বয়কারী মাসুদুর রহমান রনজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা সুজনের সভাপতি অধ্যক্ষ সুভাষ চন্দ্র সরকার ও সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক শেখ হেদায়েতুল ইসলাম।
এ সময় তালা উপজেলা সুজনের সাধারণ সম্পাদক মোঃ ইমদাদুল হক, সহ-সভাপতি মীর জিল্লুর রহমান, রহিমা খাতুন, যুগ্ন-সম্পাদক মঈনুল আমিন মিঠু. সাংগঠনিক সম্পাদক এস এম নাহিদ হাসান, কোষাধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, দপ্তর সম্পাদক মোঃ বেলাল হোসেন. তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ আফজাল হোসেন, সদস্য তীর্থ কুমার দে, মুজাহিদ গোলদার, মনিরা সুলতানা, মোঃ আব্দুল্লাহ, রিমা খাতুন প্রমুখ। সভায় রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক-অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণের কথা উঠে আসে। এছাড়া সুজনের সাংগঠনিক ভীত আরও মজবুত করার পাশাপাশি সুজন বন্ধু গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।