জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা সাতক্ষীরা জেলা শাখার সাথে সংস্থার মহাসচিবের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহষ্পতিবার (১৯ সেপ্টেম্বর ‘২৪) সকাল ১০ ঘটিকার সময় জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার সাতক্ষীরা জেলা শাখার কার্যালয়ে ঢাকা থেকে আগত অত্র সংস্থার মহাসচিব মোঃ আইউব আলী হাওলাদার এর সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। অত্র সভায় সভাপতিত্ব করেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ কবীর হোসেন।
মহাসচিব তার বক্তব্যে বলেন- প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজে নানা ভাবে অবহেলিত। তবে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিগণ অন্যান্য প্রতিবন্ধী ব্যক্তিদের চাইতে আরো বেশি অবহেলিত। তবে আমরা যদি আমাদের অধিকার সম্পর্কে ধারনা রাখি তাহলে আমাদেরকে কেউ অধিকার থেকে বঞ্চিত করতে পারবে না। এই সংস্থার সকল সদস্যদের প্রতিবন্ধী সুরক্ষা আইন সম্পর্কে জানতে হবে। আমাদের কোন ভাই তার অধিকার থেকে বঞ্চিত হলে সাংগাঠনিক ভাবে তার মোকাবেলা করতে হবে। যদি কেন্দ্রীয় কমিটির কোন সহযোগীতা লাগে তাহলে আমাকে জানালে আমরা প্রতিকারের ব্যবস্থা করব।
উক্ত মত বিনিময় সভায় কেন্দ্রীয় কমিটির ক্যশিয়ার মোঃ হারুন অর রশীদ, মোঃ ফারুক হোসেন, সহ সভাপতি, জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা সাতক্ষীরা জেলা শাখা, মোছাঃ হালিমা খাতুন, ক্যাশিয়ার, জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা সাতক্ষীরা জেলা শাখা, মোঃ রিয়াজুল ইসলাম, সাংগাঠনিক সম্পাদক, জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা সাতক্ষীরা জেলা শাখা, মোঃ লিটন হোসেনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।