“বাল্যবিয়ে রুখব,সম্ভাবনার আগামী গড়ব” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সাতক্ষীরা সদর উপজেলার পলাশপোল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিয়ে প্রতিরোধ ও শিশু অধিকার বিষয়ক কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর’২৪ ) সকাল ১২টায় অত্র বিদ্যালয়ের হলরুমে ACMO এর জেলা পরিচালক মুশফিক উর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ACMO এর খুলনা বিভাগের বিভাগীয় পরিচালক সুদীপ্ত দেবনাথ।
তিনি বলেন, “বাল্যবিয়ে নামক এর সামাজিক ব্যাধিকে সমাজ থেকে দূর করতে হবে। আমাদের দৃঢ় প্রত্যয় নিয়ে যেতে হবে বাল্যবিয়ের বিরুদ্ধে এবং একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে হবে এবং তিনি স্পিকিং এর উপরে একটি বিশেষ সেমিনার নেন।”
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন জেলা সহ প্রচার সম্পাদক অনিন্দ্য দাস, অর্থ বিষয়ক সহ সম্পাদক ফাহিম বিল্লাহ, সদস্য অর্ক খান এবং সাধারন সদস্য সাহিল। কর্মশালায় বাল্যবিবাহের কুফল এবং প্রতিরোধ এবং শিশু অধিকার বিষয়টি বিশেষ গুরুত্ব লাভ করে।
জেলা পরিচালক মুশফিক উর রহমান বলেন, ” বাল্য বিয়ে প্রতিরোধে আমরা তোমাদের সাথে একাত্ম হয়ে কাজ করব এবং সাতক্ষীরা জেলায় বাল্যবিয়ের হার শূন্য শতাংশে নিয়ে আসব। ” কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অতি আনন্দের সহিত অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বিজয়ী হন রুদ্র, সুমাইয়া ও শামিমা। এই তিন জনকে মোটিভেশনাল বই পুরষ্কৃত করা হয়।
দশম শ্রেণীর শিক্ষার্থী শামিমা জানায়, ” কর্মশালায় সে শিশু অধিকার আইন ও বাল্যবিবাহ আইন সম্পর্কে জানতে পেরেছে এবং এই কর্মশালাটি থেকে বাল্যবিয়ের কুফল সম্পর্কে জানতে পেরে সে বাল্য বিয়ে প্রতিরোধে এগিয়ে আসবে।
অ্যান্টি চাইন্ড ম্যারেজ অর্গানাইজেশন সাতক্ষীরা শাখার উদ্যোগে ও সৈয়দ মেহেদি রাসেল ফাউন্ডেশন এর সহযোগিতায় উক্ত কার্যক্রম সম্পন্ন হয়। সমগ্র অনুষ্ঠানটিতে শিক্ষার্থীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মত।