সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর কাটিয়া সিদ্দিকীয়া আবাসিক এলাকায় আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর’২৪) সকালে অতিথি হিসেবে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. কায়ছারুজ্জামান হিমেল।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ১,২ ও ৩নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর নুরজাহান বেগম নুরী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, সাতক্ষীরা পৌরসভার উপসহকারি প্রকৌশলী মোহাব্বাত হোসাইন, পৌরসভার কার্যসহকারী আব্দুল মোতালেব, জাহিদ হাসান, মাহমুদ আলী, ইসরাইল হোসেন, লাল বাবু, নাহিদুর রহমান রিমন, সাব কন্ট্রাক্টার ইউসুফ আলীসহ এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর কাটিয়া সিদ্দিকীয়া আবাসিক এলাকায় মৃত নূর মোহাম্মদের বাড়ি হতে কাস্টমস্ অফিস মোড় মেইন সড়ক ইসলামিক ফাউন্ডেশন পর্যন্ত ২১০ মিটার আরসিসি ঢালাই রাস্তাটি লক্ষ ১১ হাজার ৩৩ হাজার ৫৪৯ টাকা ব্যয়ে পৌরসভার নিজস্ব অর্থায়নে নির্মাণ করা হচ্ছে। এছাড়াও একই স্থানে ৭৫০ ফুট পাইপের মাধ্যমে সুপেয় পানির লাইন ও ড্রেণ সংস্কার করা হয়েছে। দীর্ঘ দিনের প্রত্যাশিত রাস্তাটির নির্মান কাজ শুরু হওয়ায় এলাকাবাসী পৌর কাউন্সিলর মো. কায়ছারুজ্জামান হিমেল ও পৌরসভার ১,২ও ৩নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর নুরজাহান বেগম নুরীসহ সাতক্ষীরা পৌর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী।