গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে আজ বুধবার (১৮ সেপ্টেম্বর’২৪) পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার আল-বেলী আফিফা পিপিএম -এর বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার আল-বেলী আফিফা পিপিএমকে গোপালগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও অন্যান্য অফিসারগণ এবং সকল ইউনিটের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।