বেসরকারী সংস্থা উত্তরণের বাস্তবায়নে দাতা সংস্থা এডুকো বাংলাদেশ এর আর্থিক সহায়তায় (From work to school: education, training and protection for children in hazardous child labor in the coastal areas of Bangladesh) প্রকল্পের আওতায় উপকূলীয় অঞ্চলের ঝুঁকিপূর্ন শিশুশ্রম নিরসনের লক্ষ্যে সমমনা সংগঠনের সাথে নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর’২৪) বেলা সাড়ে ১০ টায় সাতক্ষীরার শ্যামনগর পাবলিক লাইব্রেরীতে অনুষ্ঠিত মিটিং সঞ্চালনা করেন উত্তরণের প্রজেক্ট ম্যানেজার নাজমা আক্তার। উক্ত সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলী আশরাফসহ বিভিন্ন সমমনা সংগঠন এবং সাংবাদিকবৃন্দ।
উক্ত সভায় প্রকল্পের উদ্দেশ্য,কার্যক্রম ও অর্জন সম্পর্কে উপস্থাপনের পর উপকূলীয় শিশুরা স্কুলে না যেয়ে ঝুঁকিপূর্ণ কাজে যুক্ত হচ্ছে (যেমন-নদীতে মাছ ধরা,সুন্দর বনের মধ্যে যেয়ে মাছ ও কাকড়া ধরা,কাকড়ার পয়েন্টে ও ইটের ভাটায় কাজ করা) এখান থেকে তাদের মুক্ত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। শিশুশ্রম নিরসনের জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান, উপজেলা প্রশাসনের সাথে লবি করা, ইটভাটার সর্দার ও শ্রমজীবি শিশুর অভিভাবকদের সাথে মিটিং করা, কোন এরিয়ার শিশুরা কি ধরনের শ্রমের সাথে যুক্ত রয়েছে তার তালিকা তৈরী করা, শ্রমজীবি শিশুর পরিবারকে লাইভলিহুড সহায়তা প্রদান এবং সরকারী নিরাপত্তা বলয়ের আওতাভূক্ত করার বিষয়ে উপস্থিত সকলে মতামত প্রদান করেন। সর্বোপরি শিশুশ্রম নিরসনের জন্য উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগীতা একান্ত প্রয়োজন বলে সকলে মনে করেন।