সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে এক শিশু শিক্ষার্থীর করুন মৃত্যু হয়েছে। আজ (১৭ সেপ্টেম্বর ‘২৪) মঙ্গলবার দুপুর ১ টার দিকে সদর উপজেলার হাওয়ালখালী গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত শিশুটির নাম নুসরাত জাহান (৮)। সে হাওয়ালখালী গ্রামের প্রবাসী ফাহাদ্দীসের কন্যা। সে স্থানীয় একটি প্রি-ক্যাডেট স্কুলের ১ম শ্রেণীর শিক্ষার্থী।
জানা যায়, শিশু নুসরাত জাহান স্কুলে পরীক্ষা দিয়ে বাসায় গিয়ে স্থানীয় একটি পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। তার সাথে থাকা অন্য শিশুরা তাকে না পেয়ে তারা তার মাকে বিষয়টি জানায়। তার মা তাকে অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানির নিচ থেকে তার কন্যাকে উদ্ধার করেন। এরপর তিনি তাকে দ্রুত সাতক্ষীরা শহরের ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।