ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সাতক্ষীরার দেবহাটা ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ঈদে মিলাদুন্নবী (স.) পালিত হয়েছে।
আজ সোমবার (১৬ সেপ্টেম্বর ‘২৪) ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সখিপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো: মঈনুদ্দিন ময়না। বিদ্যালয়ের সাবেক সভাপতি একরামুল হকসভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাবেক সভাপতি হারুন অর রশিদ, সমাজসেবক ও ব্যবসায়ী, আনোয়ারুল ইসলাম, জমি দাতা সদস্য আকবর আলি, পিটিএ সদস্য সাহেব আলী ও জসিম উদ্দিন।
স্বাগত বক্তব্য প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মো:সাইফুল্লাহ আল তারিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক এবরান আলী।