গোপালগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক শওকত আলী দিদারকে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৪ সেপ্টেম্বর’২৪) বিকেলে গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে শহরের লাবনী মোড়ে স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিক। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়।
এদিকে শহরের সঙ্গীতা মোড় থেকে স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক কামরুজ্জামান ভুট্টোর নেতৃত্বে আরও একটি মিছিল শহর প্রদক্ষিণ শেষে লাবনী মোড়ে সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ স্বাধীন হলেও গোপালগঞ্জ স্বাধীন হয়নি। গোপালীরা স্বেচ্ছাসেবক দলের নেতা শওকত আলী দিদারকে নৃশংসভাবে হত্যা করেছে। অবিলম্বে এর বিচার করতে হবে। অন্যথায় গোপালগঞ্জ ঘেরাও করার হুশিয়ারি দেন নেতৃবৃন্দ।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সমন্বায়ক হাবিবুল ইসলাম হবি, মিলন শিকদার, তারিকুল ইসলাম, আলী হাসান হাবলু, আব্দুস সামাদ প্রমুখ।