বানভাঁসী মানুষের মাঝে সকলের সহযোগীতায় দেড় শতাধিক ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ করেছে সাতক্ষীরার পাটকেলঘাটা উপজেলা (প্রস্তাবিত) সমিতি, ঢাকা।
খুলনা জেলার সর্ব দক্ষিণ-পশ্চিম অঞ্চলের পাইকগাছা উপজেলার ১৩ টি গ্রামে নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় বেড়িবাধ ভেঙ্গে হাজার হাজার মানুষ পানি বন্দি হয়ে যায়। পানিবন্দি মানুষের কষ্টের কথা চিন্তা করে পাটকেলঘাটা উপজেলা (প্রস্তাবিত) সমিতি, ঢাকা’র সদস্যরা সহায়াতার কার্যক্রম শুরু করে। তখন থেকে ফেসবুক পেজে প্রচার শুরু করে (তখন স্বপ্ন ছোঁয়া যুব সংঘ)।স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানটি সহযোগীতার আশ্বাস দেন। নগদ অর্থ প্রদান সহ কিছু মানবিক মানুষের সহযোগীতায় আজ শুক্রবার (১৩ সেপ্টেম্বর’২৪) দেড় শতাধিক বানভাঁসী মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ কার্যক্রম পরিচালনা করে সমিতি দু’জন সহ-সভাপতি। মোঃ হুমায়ুন কবির ও সঞ্জীব কুমার দাস ছাড়াও ছিলেন শিক্ষা প্রজেক্টের কর্ডিনেটর জনাব আবু মুছা, শিক্ষক মিহির কুমার বিশ্বাস সহ সংশ্লিষ্ট এলাকার কিছু এনজিও কর্মিরা। সহযোগীতায় প্রকৃত বানভাঁসি ক্ষতিগ্রস্থ মানুষের হাতে নগদ অর্থ পৌঁছে দেওয়া হয়েছে।