ভারতে পাচারের সময় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সংলগ্ন লক্ষীদাড়ি সীমান্ত থেকে প্রায় ১ কেটি ৬১ লাখ টাকা মূল্যের ১১টি স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর’২৪) গভীর রাতে সদর উপজেলার ভোমরা স্থলবন্দর সংলগ্ন লক্ষীদাড়ি সীমান্ত থেকে ওই যুবককে আটক করা হয়।
আটককৃত যুবকের নাম জাকির হোসেন (৩১)। সে সদর উপজেলার ভোমরা ইউনিয়নের লক্ষীদাড়ি গ্রামের আরিজুল মোল্লার ছেলে।
বিজিবি জানায়, সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সীমান্তের মেইন পিলার ২ ও সাবপিলার ৩ এর কাছাকাছি আনুমানিক ১০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে লক্ষীদাড়ী সীমান্ত দিয়ে প্রতিবেশী দেশ ভারতে স্বর্ণের একটি বড় চালান পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা বিওপির হাবিলদার শহিদুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি চৌকষ দল সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে উক্ত চোরাকারবারী যুবক জাকিরকে আটক করা হয়। পরবর্তীতে তার দেহে তল্লাশী চালিয়ে কোমরে গামছা দ্বারা পেঁচানো অবস্থায় ১১টি স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের বারের ওজন ১ কেজি ৪৮৩ গ্রাম ৮৯ মিলিগ্রাম। যার বাজার মূল্য ১ কোটি ৬০ লক্ষ ৭০ হাজার ৫ শত টাকা।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ান অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত স্বর্ণের বার গুলো আজ শুক্রবার (১৩ সেপ্টেম্বর’২৪) সকালে সাতক্ষীরা ট্রোজারী অফিসে এবং আটককৃত চোরাকারবারীর বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করে থানায় সোপর্দ করা হয়েছে।