গোপালগঞ্জের নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা জানালেন জেলা পুলিশ সুপার আল-বেলী আফিফা পিপিএম।
আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর ‘২৪) দুপুরে গোপালগঞ্জ জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার আল-বেলী আফিফা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে নবনিযুক্ত জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শেখ শামসুল আরেফীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) লুৎফুল কবির চন্দন, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস্) উখিংমে সহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।