‘খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথা ভাবুন’ এ প্রতিপাদ্যকে মাঠ পর্যায়ে বাস্তবায়ন করতে সাতক্ষীরার দেবহাটা উপজেলার দেবহাটা সদর ইউনিয়নে পুষ্টি সমন্বয় গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।
আজ বুধবার (১১ সেপ্টেম্বর’২৪) সকাল সাড়ে ১২ টায় দেবহাটা সদর ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
দেবহাটা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন বকুলের সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন নিহার কুমার পরামানিক কনসার্টেন্ট গ্লোবাল অ্যালোয়েন্স ফর ইম্প্রুভড নিউট্রীশন (গেইন) আলোচনায় অংশ নেন দেবহাটা উপজেলা কৃষি অফিসার মো: শওকত ওসমান , উপ সহকারী কৃষি অফিসার (ইউনিয়ন) মোস্তফা মোস্তাক আহমেদ , পরিচালনায় মো: আফজাল হোসেন কৃষি উপ সহকারী কৃষি অফিসার দেবহাটা।