“সুস্থ শরীল সুস্থ মন খেলাধুলার প্রয়োজন” এই প্রতিপদ্যকে সামনে রেখে সাতক্ষীরার দেবহাটায় ৪ দলীয় নক আউট ফুলবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (০৯ সেপ্টেম্বর ‘২৪) আরআরপি ক্লাব আয়োজিত এ খেলা রত্নেশ্বরপুর মাঠে অনুষ্ঠিত হয়।
খেলায় প্রধান অতিথি ছিলেন দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল। বিশেষ অতিথি ছিলেন সরকারি কেবিএ কলেজের প্রভাষক আবু তালেব। উপস্থিত ছিলেন আমাদের টিম মানবিক পরিবারে নির্বাহী প্রধান মো: শেখ মনিরুল ইসলাম (মনি), উপ-পরিচালক দিলীপ দাস নীল, সহকারী পরিচালক মো: আল আমিন, কার্যনির্বাহী কমিটির সভাপতি এইচ এম মনির হাসান, কোষাধক্ষ্য এস এম ইমরান হোসেন প্রমুখ।
খেলায় ম্যান অফ দা সিরিজ স্পন্সর করেন আমাদেরটিম মানবিক পরিবার। ফাইনাল খেলায় টাউনশ্রীপুর-০১ একাদশ আর আর পি-০ গোল করে।