সাতক্ষীরার তালা উপজেলার জাতপুর সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠে সরদার আব্দুল হামিদ পাঠাগারের উদ্বোধন করা হয়।
আজ রবিবার (৮ সেপ্টেম্বর’২৪) সকালে বিদ্যাপীঠ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত পাঠাগারের উদ্বোধন করেন তালা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন। পরে উদ্বোধনী উপলক্ষে অত্র বিদ্যাপীঠের প্রাক্তন সভাপতি ও উত্তরণ পরিচালক শহিদুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শিক্ষক পলাশ কুমার মন্ডলের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ সনজয় বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ, অত্র বিদ্যাপীঠের প্রাক্তন সভাপতি অধ্যক্ষ এনামুল ইসলাম, লিন্ডে প্রতিনিধি বিভাবসু সেনগুপ্ত ও মোঃ খুররম, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দীন জোয়ার্দ্দার, উত্তরণ কর্মকর্তা ফাতিমা হালিমা আহমেদ, শম্ভু চরণ চৌধুরী, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যাপক অচিন্ত্য সাহা, অত্র বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন, শহীদ কামেল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান, উইমেন জব ক্রিয়েশন সেন্টারের পরিচালক আশরাফুন্নাহার আশা, সমাজসেবক ইয়াকুব বিশ্বাস, কামরুল ইসলাম মোল্যা, শিহাব সরদার প্রমুখ। স্কুল শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মালিয়া মুনওয়ারা ও ফারিয়া খাতুন।