বন্ধুদের সাথে খেলার ছলে কপোতাক্ষ নদে পানিতে ঝাঁপ দিয়ে ১৫ বছরের কিশোর হোসেন আলীর মৃত্যু হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর’২৪) বিকাল ৫টার দিকে কপোতাক্ষ নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয় সে। রাত ১১ টার দিকে তার লাশটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের একটি ডুমুরি দল। হোসেন আলী সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা এলাকার ভ্যান চালক আলতাফ হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, বিকাল ৫টার দিকে কুমিরার কপোতাক্ষ নদীর ব্রিজ থেকে ৩কিশোর পানিতে ঝাঁপ দেয়। ওই সময় ২জন কিশোর পানিতে থেকে পাড়ে উঠে আসলেও ওঠেনি হোসেন আলী। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ফিরে যায়। রাতে ফায়ার সার্ভিসের একটি ডুমুরি দল এসে তার লাশটি উদ্ধার করে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান, ঐ কিশোরের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে স্থানীয় শিক্ষক ওলিউল ইসলাম জানান, পাটকেলঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হোসেন আলি বুধবার বিকালে পাটকেলঘাটা ব্রিজ থেকে কপোতাক্ষ নদে লাফ দিয়ে খেলার সময় পানিতে ডুবে মৃত্যুবরণ করে। বস্তিতে বেড়ে উঠা হোসেন আলির সাথে আমাদের স্কুলের সকল শিক্ষকের সাথে অনেক আবেগ মিশে আছে। সে অত্যন্ত বিনয়ী ও ভদ্র ছিল। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।