বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
আশাশুনীর রাধাবল্লভপুরে ভূমিহীন পল্লীতে হামলায় ১৬ আসামী জেল হাজতে সম্প্রীতির সাতক্ষীরা গড়ায় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করলেন সাতক্ষীরাবাসী কালেরকণ্ঠের সাংবাদিক টিপুকে অন্যায়ভাবে কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন সাতক্ষীরায় বসত ঘর থেকে পাওয়া গেল কালাচ সাপের দুইশত পিস বাচ্চাসহ শতাধিক ডিম সাতক্ষীরা ডিবি গার্লস স্কুলে নতুন ভবনের ছাদ ঢালাইয়ের কাজ উদ্বোধন সাংবাদিক এম কামরুজ্জামান অসুস্থ, সাতক্ষীরা প্রেসক্লাবের সুস্থতা কামনা আশাশুনিতে কলেজ ছাত্রী অপহরণ, দেড় মাসেও উদ্ধার হয়নি ভিকটিম গোপালগঞ্জে বিশ্ব অটিজম দিবস পালিত ওয়ার্কার্স পাটির জেলা সভাপতি অধ্যক্ষ মহিবুল্লাহ আর নেই তালায় কালের কণ্ঠ পত্রিকার প্রতিনিধি কে ১০ দিনের কারাদন্ড! জেলা জুড়ে তীব্র নিন্দা 

সাতক্ষীরার সাবেক দুই এসপি চৌধুরী মঞ্জুরুল কবীর ও কাজী মনিরুজ্জামানসহ ৩৮ জনের নামে মামলা

✍️রঘুনাথ খাঁ📝জেষ্ঠ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৫ বার পড়া হয়েছে

২০১৩ সালের ১৪ ডিসেম্বর রাতে সাতক্ষীরা সদরের কুচপুকুর গ্রামের বাড়িতে ঢুকে ভাংচুর, লুটপাট শেষে হাবিবর রহমান হবি নামের এক জামায়াত কর্মীকে তুলে এনে নির্যাতনের পর গুলি করে হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

নিহতের পিতা আকবর আলী বাদি হয়ে সাতক্ষীরার তৎকালিন পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীরসহ ৩৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১২ জনকে আসামী করে আজ বুধবার (০৪ সেপ্টেম্বর’২৪) জ্যেষ্ঠ বিচারিক হাকিম প্রথম আদালতে এ মামলা দায়ের করেন। বিচারক নয়ন বড়াল মামলাটি এফআইআর হিসেবে গণ্য করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।

মামলার অন্যতম আসামীরা হলেন, সাতক্ষীরা সদর সার্কেলের তৎকালিন সহকারি পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনামুল হক, উপপরিদর্শক হেকমত আলী, উপ-পরিদর্শক শরীফ নেয়াজী।

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ১২ ডিসেম্বর রাত ১০টার দিকে ৩৩ জন আওয়ামী লীগের নেতা কর্মী সন্ত্রাসী কায়দায় পিকআপ ও মাইক্রোবাসযোগে বাদির বাড়িতে আসে। ঘরে ঢুকে ৩০ মিনিট ধরে তাণ্ডব চালায় তারা। ওই আসামীরা বাদির বাড়িতে ৫০ হাজার টাকা ও পাঁচ ভরি সোনার গহনা, দলিল ও কাগজপত্র লুটপাট শেষে আসবাবপত্রসহ সাত লক্ষাধিক টাকার মালামাল ভাঙচুর করে। মারপিট করে বাদি ও তার ছেলে হবিবর রহমান হবিকে। এ সময় হামলাকারিরা ফোন করলে পুলিশ সুপার চ্যেধুরী মঞ্জুরুল কবীর, সহকারি পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক, উপপরিদর্শক হেকমত আলী ও উপ-পরিদর্শক শরিফ নেয়াজীসহ কয়েকজন পুলিশ বাদির বাড়িতে আসে। পুলিশ ও অন্য আসামীরা বাদির ছেলে হাবিবুর রহমান হবিকে মারতে মারতে গাড়িতে তুলে নিয়ে যায়। ১৫ ডিসেম্বর ভোর সাড়ে চারটার দিকে কদমতলার সোহরাব হোসেনের পুকুর পাড়ে বুকে হাবিবুরের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। ময়না তদন্ত ছাড়াই নামাজে জানাযা শেষে হাবিবুরের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তৎকালিন পরিস্থিতি অনুকুলে না থাকায় বর্তমানে অনুকুল পরিস্থিতিতে এ মামলা করিতে বিলম্ব হইলো।

মামলার বাদিপক্ষের আইনজীবী অ্যাড. অমিত কুমার রায় মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭ পূর্বাহ্ণ
  • ১২:০১ অপরাহ্ণ
  • ১৬:৩০ অপরাহ্ণ
  • ১৮:২৬ অপরাহ্ণ
  • ১৯:৪৩ অপরাহ্ণ
  • ৫:৩৩ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!