সাতক্ষীরার তালায় অপ্রাপ্ত বয়স্ক এক কলেজছাত্রীর বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আজ বুধবার (৪ সেপ্টেম্বর’২৪) তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও সাতক্ষীরা জেলা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নাজমুন নাহার এ আদেশ জারী করেন। এদিকে উক্ত নিষেধাজ্ঞা ভঙ্গ করলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারা মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার বলেন, তাদের কাছে এক কলেজছাত্রীর বাল্যবিবাহের খবরের বিষয়টি লিখিত অভিযোগ করেন জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্য মোঃ সাকিবুর রহমান বাবলা নামের এক ব্যক্তি। এরই প্রেক্ষিতে তালার সাতপাকিয়া গ্রামের বাসিন্দা এবং শালিখা কলেজের প্রথম বর্ষের এক ছাত্রীর সাথে পাইকগাছা উপজেলার শ্রীকন্ঠপুর গ্রামের এক ছেলের বাল্যবিবাহের বিষয়টি তারা জানতে পারেন। এ সময় ঐ ছাত্রীর অভিভাবককে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে হাজির হতে বলা হয়। বুধবার তারা হাজির হলে ঐ কলেজ ছাত্রীর বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি করা হয়। এ সময় তার বাবা মুচেলকা প্রদান করেন।