সাতক্ষীরার পাটকেলঘাটায় হাজীদের কল্যানে সামাজিক উন্নয়নমূলক কাজের লক্ষ্যে হাজী কল্যান ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের আত্মপ্রকাশ ঘটেছে।
এ উপলক্ষ্যে পাটকেলঘাটা বাজার জামে মসজিদে হাজী কল্যান ফাউন্ডেশনের পরিচিতি সভা ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ আগস্ট বৃহস্পতিবার হাজী কল্যান ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়। হাজী কল্যান ফাউন্ডেশনের আহবায়ক নির্বাচিত হন আলহাজ্জ্ব মাওলানা এস.এম রেজাউল করিম। সদস্য সচিব আলহাজ্জ্ব মুফতি মাওঃ মনিরুল হক। অর্থসচিব আলহাজ্জ্ব হাফেজ মাওঃ এম.এ মালেক, সদস্য আলহাজ্জ্ব আব্দুস সোবহান সরদার, সদস্য- আলহাজ্জ্ব আব্দুস সামাদ মোড়ল, সদস্য আলহাজ্জ্ব মাওঃ জাকির হোসাইন, সদস্য আলহাজ্জ্ব ক্যাপ্টেন ইসহাক আলী, আলহাজ্জ্ব আশরাফুল ইসলাম মধু, আলহাজ্জ্ব আব্দুর রশিদ আমিন, আলহাজ্জ্ব মাওঃ মাহিউল ইসলাম মাহী।