সাতক্ষীরা জেলাকে পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখতে শহরের বিভিন্ন পয়েন্টে ও প্রতিষ্ঠানে ডাস্টবিন স্থাপন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের “প্রজন্ম পুনর্গঠন সাতক্ষীরা” নামে একটি সংগঠন। এর অংশ হিসেবে আজ রবিবার (১ সেপ্টেম্বর’২৪) বিকেলে সাতক্ষীরা প্রেসক্লাবে একটি ডাস্টবিন প্রদান করা হয়।
সাতক্ষীরা সরকারী কলেজের ছাত্র “প্রজন্ম পুনর্গঠন সাতক্ষীরা” সংগঠনের উপদেষ্টা মো: মোস্তাইন বিল্লাহ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সৈয়দ রফিকুল ইসলাম শাওন, সিনিয়র সাংবাদিক দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের মনিরুল ইসলাম মনি, সিটিজেন্ট টাইমস এর সাতক্ষীরা প্রতিনিধি সাংবাদিক ফারুক হোসেনসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দের কাছে এই ডাস্টবিন হস্থন্তর করেন। এসময় আরো উপস্থিত ছিলেন সদস্য প্রজন্ম পুনর্গঠন সাতক্ষীরা মো: আশরাফুল ইসলাম, মো: রাগিব ইশতিয়াক, গাজী মাহিম, আতিকা বুশরা, সুরাইয়া ও শারমিন সহ অন্যান্য শিক্ষার্থীবৃন্দ।
এর আগে সকালে শহরের নিউমার্কেট মোড়, খুলনা রোড মোড়সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন পয়েন্টে ডাস্টবিন স্থাপন করেন। এসময় শিক্ষার্থীরা ব্যবসায়ী ও জনসাধারণের পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে বিভিন্ন সচেতনতা মূলক নির্দেশনা দেন।