সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ১০নং ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদে টিসিবি’র পণ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ রবিবার (১ সেপ্টেম্বর’২৪) সকাল ১০ টায় ইউনিয়ন পরিষদ চত্বরে নিম্ন আয়ের মানুষের মাঝে স্বল্পমূল্যে ওই পণ্য সামগ্রী বিক্রয় করা হয়।
টিসিবি’র পণ্য বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গাজী শওকত হোসেন, উপজেলা জনস্বাস্থ্য সহকারী কর্মকর্তা আশরাফুল ইসলাম, ইউপি সচিব খাঁন আহাদুর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য রফিকুল ইসলাম, কামাল পাশা, ডাঃ আব্দুল কাদের, শেখ গোলাম মোস্তফা, খায়রুল আলম রুবেল, এস এম আব্দুর রব, এসএম গোলাম ফারুক, আব্দুস সাত্তার, আব্দুল কাদের, ইউপি সদস্যা মোছাঃ শামছুর নাহার, সুফিয়া খাতুন, আমেনা খাতুন প্রমুখ। এছাড়া আরো উপস্থিত ছিলেন গ্রাম পুলিশসহ উপকার ভোগী পরিবারের সদস্যগণ সহ টিসিবি ডিলার (মেসার্স জুমানা স্টোর) স্বত্তাধিকারী শামীমা আক্তার প্রতিনিধিকে জানান, ১০নং ধলবাড়িয়া ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের ৯ শত ০৪টি কার্ডধারী নিম্ন আয়ের মানুষের মাঝে ৪’শ ৭০ টাকা প্যাকেজের বরাদ্দকৃত পণ্য সামগ্রী বিতরন করা হয়েছে। টিসিবি’র পণ্য সরবরাহে বাজার নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে জানাগেছে।