না ফেরার দেশে পাড়ি জমালেন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট কবি ও লেখক, প্রেসক্লাব গোপালগঞ্জের সিনিয়র সাংবাদিক এস এম জাহাঙ্গীর হোসেন।
আজ রোববার (১ সেপ্টেম্বর’২৪) সকাল ৯ টায় গোপালগঞ্জ সদর উপজেলার দুর্গাপুর গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বয়স। তিনি দীর্ঘদিন যাবৎ উচ্চ রক্তচাপ সহ অন্যান্য রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ কন্যা ও এক পুত্রসন্তান সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গিয়েছেন।
রোববার বাদ আসর জানাজা নামাজ শেষে দুর্গাপুরে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে।
‘৭১-এর মহান মুক্তিযুদ্ধে তিনি রণাঙ্গনের একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে এবং দেশ স্বাধীনের পরে মুক্তিযুদ্ধ বিষয়ক, বঙ্গবন্ধু সহ বেশ কিছু বই লিখেছেন। এছাড়া প্রতিবছর অমর একুশে বইমেলায় তার লেখা একাধিক বই প্রকাশিত হয়েছে।