ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ডের ইটাগাছা ঘোষ পাড়ায় ড্রেণসহ সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার (১ সেপ্টেম্বর’২৪) সকালে অতিথি হিসেবে ড্রেণসহ সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, উপ-সহকারী প্রকৌশলী সাগর দেবনাথ, তুষার রায় চৌধুরী, পৌরসভার কার্যসহকারী আব্দুল মোতালেব, নির্মাণ কাজের ঠিকাদার সাইদুল ইসলাম, ঠিকাদার প্রতিনিধি মহিদুল ইসলাম, শাহাজান বিশ্বাস, অনিল ঘোষ, অনন্ত ঘোষ, ভৈরব ঘোষ, গৌবিন্দ নন্দী, জগন্নাথ দে, গোপাল ঘোষ, কৃষ্ণপদ কর্মকারসহ এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, সাতক্ষীরা পৌরসভার ইটাগাছার ঘোষ পাড়ায় ডাক্তার জে.সি বিশ্বাসের চেম্বার’র সামনে হতে অসীম রজতের বাড়ি পর্যন্ত ড্রেণসহ ৯০ মিটার সিসি ঢালাই রাস্তাটি ৭ লক্ষ টাকা ব্যয়ে পৌরসভার অর্থায়নে নির্মাণ করা হচ্ছে। দীর্ঘ দিনের প্রত্যাশিত রাস্তাটির নির্মান কাজ শুরু হওয়ায় এলাকাবাসী পৌর কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালুকে দোয়া ও আর্শিবাদ করেছেন এবং সাতক্ষীরা পৌর কর্তৃপক্ষকে সাধুবাদ জানিয়েছেন।