সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ডের উত্তর কামালনগরে সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট’২৪) সকালে সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর মো. শফিকুল আলম বাবু।
সাতক্ষীরা পৌরসভার অর্থায়নে উত্তর কামালনগর বায়তুন নুর জামে মসজিদের পিছন হতে শ্রমিক নেতা মিয়ারাজের বাড়ি পর্যন্ত ৬০০ ফুট সিসি ঢালাই রাস্তাটি ৬লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ কাজ করা হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক মিয়ারাজ আলী, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী সাগর দেবনাথ, মো. কামরুজ্জামান শিমুল, তুষার রায় চৌধুরী, পৌরসভার কার্য-সহকারী মো. আব্দুল মোতালেব, জালাল সরদার, মেসার্স স্বপন ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী ঠিকাদার স্বপন দে, এলাকাবাসীর মধ্যে উপস্থিত ছিলেন মাহবুবুর রহমান, মুজিবুর রহমান, মোহাম্মদ আলী, মেহেদী হাসান, আব্দুর রহিম, আনারুল ইসলামসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।