সাতক্ষীরার দেবহাটার সখিপুরে পাইপ লাইনের মাধ্যমে পানি সরবরাহ উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার (২৮ আগস্ট’২৪) বেলা ১১টায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় সখিপুর টিএনটি অফিস সংলগ্ন পানি সরবরাহ উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী সঞ্জয় মন্ডল।
বিশেষ অতিথি ছিলেন সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা এবাদুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সোলায়মান হোসেন, ইউপি সদস্য মোখলেছুর রহমান, ন‚র মোহাম্মদ গাজী, রবিউল ইসলাম, নাজিমউদ্দীন সরদার, শেখ মোয়াজ্জেম হোসেন, নজরুল ইসলাম, আবুল হোসেন, আবুল কালাম সরদার, সাজু পারভীন, রেহেনা খাতুন, জুলেখা খাতুন, সমাজসেবক মেহেদী হাসান মোহন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মহিদুল ইসলাম সহ আরো অনেকে।