খুলনা রেঞ্জের জুলাই/২০২৪ মাসের অপরাধ পর্যালোচনা সভা রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, খুলনা’র কনফারেন্স রুমে আজ বৃহস্পতিবার (২২ আগষ্ট’২৪) অনুষ্ঠিত হয়। মঈনুল হক বিপিএম (বার), পিপিএম, ডিআইজি, খুলনা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, খুলনা উক্ত সভায় সভাপতিত্ব করেন।
ডিআইজি উক্ত সভায় অংশগ্রহণকারী খুলনা রেঞ্জাধীন সকল জেলার পুলিশ সুপারবৃন্দকে তাদের নিজ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহন, অপরাধ নিয়ন্ত্রনে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ বিভিন্ন গুরুত্বর্পূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।
এছাড়া জঙ্গী/চরমপন্থী, কিশোরগ্যাং, মানব পাচার প্রতিরোধ, মামলা তদন্তের মান বৃদ্ধি সহ তদন্তাধীন মামলাসমূহ দ্রুত নিষ্পত্তি, গ্রেফতারি পরোয়ানা তামিল, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে গুরুত্ব আরোপ করেন।
উক্ত সভার কার্যক্রম শেষে ডিআইজি বদলিজনিত কারণে রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, খুলনার দায়িত্বভার অর্পন করেন এবং তাঁকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়াও বাগেরহাট ও মাগুরা জেলার পুলিশ সুপার’দ্বয়কেও বদলিজনিত কারনে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
বর্ণিত সভায় আরও উপস্থিত ছিলেন নওরোজ হাসান তালুকদার, কম্যান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি), আরআরএফ, খুলনা, মো: নিজামুল হক মোল্যা, অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স), খুলনা রেঞ্জ, জয়দেব চৌধুরী, বিপিএম-সেবা, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), খুলনা রেঞ্জ, মো: হাসানুজ্জামান বিপিএম, পিপিএম, অতিরিক্ত ডিআইজি (অপারেশন), খুলনা রেঞ্জ এবং রেঞ্জাধীন সকল জেলার পুলিশ সুপার’গণ এবং খুলনা রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ।