“ধরিত্রী সবুজেই সাজে” প্রতিপাদ্যে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন দরদি’র উদ্যোগে উপজেলাব্যাপী বৃক্ষরোপণ ও ফলজ-জনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (২০ আগস্ট ‘২৪) সাতক্ষীরার দেওহাটা উপজেলা প্রশাসনের উপস্থিতিতে এ প্রোগ্রামের উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর উপস্থিতিতে উপজেলার মডেল মসজিদ, উপজেলা নির্বাচন অফিস, উপজেলা নির্বাচন কর্মকর্তার উপস্থিতিতে বৃক্ষ রোপণ করা হয়। এছাড়া দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এর উপস্থিতিতে দেবহাটা থানা কমপাউন্ডে শালগাছ রোপণ করা হয়।
উল্লেখ্য, যে সুন্দর সবুজ দেবহাটা গড়ার প্রত্যয়ে দরদির সভাপতি সাকিব হোসেন ছয় দফাবিশিষ্ট একটি প্রস্তাবনা উপজেলা প্রশাসন বরাবর পেশ করেন। এ সময় উপস্থিত ছিলেন দরদির সাধারণ উপদেষ্টা ও দেবহাটা কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান। পরে পারুলিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন শহীদ আসিফ চত্বরে দরদির উদ্যোগে দুই শতাধিক গাছ বিতরণ করা হয়। পাশাপাশি সুন্দর দেবহাটা গড়তে জনসচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়।
এ সময় দরদির উচ্চশিক্ষা বিষয়ক উপদেষ্টা ও হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম এবং দরদির বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক উপদেষ্টা জনাব নাসির উদ্দীন। দরদির এমন কার্যক্রমকে প্রশাসন ও সমাজের সকলস্তরের জনগণ সাধুবাদ ব্যক্ত করেছেন।